‘স্বপ্নজাল' ছবিতে তার অভিনয় মানুষের মনে দাগ কেটেছে। তবে তার অভিনয়কে ছাপিয়ে প্রায় সব সময়ই বেশি আলোচনায় থেকেছে পর্দার বাইরের নানা অপ্রত্যাশিত ঘটনা৷ পরী ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা শিকার' হয়েছিলেন৷ তারপর মাদকের মামলায় জেলে যেতে হয় তাকে৷ সেই অতীত ভুলে অভিনয়ে ফিরেছিলেন৷ তারপর বিয়ে। সম্প্রতি সেই সম্পর্কেও ভাঙনের সুর বেজেছে৷
তবে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে পরী জানিয়েছেন এখন তিনি শুধু নিজের অভিনয় ও সন্তান রাজ্যকে নিয়েই এগিয়ে যেতে চান।
ডয়চে ভেলে : রাজের সঙ্গে আপনার সম্পর্কের টানাপড়েন বেশ কিছুদিন আলোচনায় ছিল, শুরুতে সেই বিষয়ে কিছু বলতে চান?
পরীমনি: এই নামটা আর মুখেই নিতে চাই না।
এখন কি কাজ করছেন? আগামীতে নতুন কোনো কাজ আসবে?
Read full here: https://www.dw.com/bn/পরী রী মনি নি র-ভা ভা বনা না য়-এখন-শু ধু ধু-রা রা জ্য জ্য -আর-অভি ভি নয়/a-66081138
Comments
Post a Comment